স্টেজ শো এবং ষ্টুডিও দু’দিকেই ব্যস্ত ফখরুল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


স্টেজ শো এবং ষ্টুডিও দু’দিকেই ব্যস্ত ফখরুল

মো. ফখরুল ইসলাম। ছোট বেলা থেকেই সংগীতের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করেন। সংগীতের প্রতি ভালোবাসা থেকেই শেখেন বাদ্যযন্ত্র অক্টোপ্যাড বাজানো। 

বাংলাদেশ শিল্পকলা একাডেমী থেকে সফলতার সাথে বাদ্যযন্ত্র বাজানোতে কর্মশালা সম্পন্ন করেছেন।

দর্শক শ্রোতার ভালোবাসা এবং শ্রদ্ধা অর্জন করেন ফখরুল ইসলামনে। স্টেজে কাজ করার পাশাপাশি মিউজিক সৃষ্টিতে কাজ করছেন বিভিন্ন রেকর্ডিং ষ্টুডিওতে। জনপ্রিয় প্রচার মাধ্যম ইউটিউবের গানের মিউজিক সৃষ্টিতে ব্যাস্ত সময় পার করছেন তিনি।

দীর্ঘদিন যাবত "একতারা" মাল্টিমিডিয়ার সাথে দক্ষতার সাথে প্যাড বাদক হিসেবে কাজ করছেন। এগিয়ে যেতে চান সব বাঁধা পেড়িয়ে।

আরএইচ/