৭৫ কোটি টাকা তুলে নিলো ‘ব্রহ্মাস্ত্র’
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
নানা সমালোচনার মধ্যেই বাজিমাত করেছে রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’। প্রথম দিনেই ৭৫ কোটি টাকার ব্যবসা করেছে অয়ন মুখার্জির এই ছবি। সমালোচকদের একটি অংশ মনে করছেন, হিন্দি ছবির বাজারকে ভরাডুবির হাত থেকে বাঁচিয়েছে ব্রহ্মাস্ত্র।
৪০০ কোটি টাকা বাজেটের ছবিটি যে প্রথম দিনেই হলের বাজার এতটা গরম করবে, এমনটা অনেকেই আশা করেননি। তবে দুই সপ্তাহ আগেই কয়েকজন চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক অবশ্য এমন একটা ফলের কথা বলে রেখেছিলেন। কারণ ছিল, অগ্রিম টিকিট বিক্রির হিড়িক।
প্রযোজক করন জোহর অয়নকে আশ্বস্ত করে বলেছিলেন, ‘ছবি ব্যবসা করতে পারুক বা না করুক, আগেই আমরা জিতে গেছি।’
আসলে নির্মাতাদের জোর ছিল তাদের সাধনায়, শ্রমে। গত পাঁচ বছর ধরে নিরন্তর সাধনার ফল ‘ব্রহ্মাস্ত্র’। পুরাণ-ফ্যান্টাসির মিশেলে এ ছবিকে মনের মতো করে সাজিয়েছেন পরিচালক অয়ন। হিন্দি ছবিতে এত উন্নত মানের ভিএফএক্সের ব্যবহার এই প্রথম।
এসবের মধ্যেই ব্রহ্মাস্ত্র ছবির পরিচালক অয়ন মুখার্জির ওপর ক্ষেপলেন কঙ্গনা রানাউত। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় অয়নকে নিয়ে লিখেছেন, ‘যারা অয়ন মুখার্জিকে জিনিয়াস ভাবছেন তাদের জেলে ঢোকানো উচিত।’
আরএইচ/