২৪ ঘন্টায় ৪২১ জনের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪২১ জন।
সোমবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় সুস্থ হয়েছেন ২৯১ জন। এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৫৯ হাজার ৩৭ জন। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে চার হাজার ৫৬০টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে চার হাজার ৫৬৪টি। এখন পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ৯৯ হাজার ৪১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৯ দশমিক ২৩ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৬২ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ২১ শতাংশ। মারা গেছে এক দশমিক ৪৬ শতাংশ।
জেবি/আরএইচ/