সড়কে ঝরল সিনেমাটোগ্রাফারের প্রাণ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সিনেমাটোগ্রাফার জাহিদ হোসাইনের।
আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে মোটরসাইকেলে করে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের চকরিয়ার বানিয়ারছড়ায় একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার।
জাহিদ হোসাইনের মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা ভিকি জাহেদ। ভিকি জাহেদ বলেন, ‘তিনি অনেক ভালো একজন মানুষ ছিলেন জাহিদ ভাই। এভাবে আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাবেন, কখনো ভাবতে পারিনি। জাহিদ হোসাইনের সঙ্গে ভ্রমণসঙ্গী হিসেবে নাঈম ফুয়াদ নামে আরেকজন সিনেমাটোগ্রাফার ছিলেন, তিনি সুস্থ আছেন।
জানা যায়, জাহিদ হোসাইন শোবিজে কাজ করার পাশাপাশি একজন ভ্রমণপ্রিয় মানুষ ছিলেন। প্রায়ই তিনি দল বেঁধে মোটরসাইকেল নিয়ে নানা জায়গায় ঘুরতে যেতেন। বেশকিছু মোটরসাইকেল ভ্রমণকারীদের গ্রুপের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
জেবি/ আরএইচ/