সিনেমা দেখার আহ্বান জানালেন কিং খান
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
শুক্রবার মুক্তি পাচ্ছে অভিনেতা মামনুন ইমনের সিনেমা ‘বীরত্ব’। এদিকে আজ সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকের প্রতি সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছেন শাকিব খান।
নিজের ফেসবুককে ‘বীরত্ব’-এর একটি পোস্টার প্রকাশ করেছেন শাকিব। সেখানে ইমন ও তার সিনেমার প্রতি শুভকামনা জানিয়ে লিখেছেন, দেশের সিনেমা হলে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) মুক্তি পাচ্ছে স্নেহের ইমন অভিনীত সিনেমা ‘বীরত্ব’। এই সিনেমার পুরো টিমের জন্য শুভকামনা।
তিনি আরও লেখেন, সামনে নানান ধরনের গল্পে আরো ভালো ভালো সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সবাই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুন, বাংলা সিনেমার সঙ্গে থাকুন। জয় হোক বাংলা সিনেমার।
সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সরব হওয়া মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘বীরত্ব’। ছবিটি নির্মাণ করেছেন সাইদুর রহমান রানা। পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্যও তিনিই রচনা করেছেন।
চলচ্চিত্রটিতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন ইমন। তার বিপরীতে রয়েছেন নবাগতা সালওয়া। এছাড়া অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, কচি খন্দকার, বড়দা মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপু, সাবিহা জামান, হান্নান শেলি, পীরজাদা শহিদুল হারুন, তানভীর রিজভী, জেসমিন আক্তার, স্বর্না, প্রনব ঘোষ, প্রিয়স্তি গোমেজ, রিমু জাহাঙ্গীর আলম ও শিশু শিল্পী মুনতাহা এমেলিয়া প্রমুখ।
জেবি/ আরএইচ/