অভিনেত্রী অপর্ণা ঘোষের মায়ের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
অভিনেত্রী অপর্ণা ঘোষের মা ঝর্ণা ঘোষ মারা গেছেন। আজ রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের ইউএসটিসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অপর্ণার ঘোষ নিজেই। দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন অপর্ণার মা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
অপর্ণা বলেন, ‘আমার মা ও বাবা খুব চমৎকার একটা জোড়া ছিল। বাবাটা আমার খুবই নরম মনের মানুষ। হাসপাতালে মায়ের কষ্ট দেখে বাবাও খুব কষ্ট পাচ্ছিল। সান্ত্বনা এটুকু ছিল, চোখের সামনে তো আছে। কিন্তু মা তো আমার চলেই গেল। আমার বাবাটা একা হয়ে গেল। খুব একা হয়ে গেল। আমি কীভাবে বাবাকে সান্ত্বনা দেব।’
অপর্ণার মায়ের মৃত্যুকে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী মনিরা মিঠু, নির্মাতা শাফায়েতর মনসুর রানাসহ অনেকে।
জেবি/ আরএইচ/