‘ঢামেকে ছয় গুণ করোনা রোগী বেড়েছে’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


‘ঢামেকে ছয় গুণ করোনা রোগী বেড়েছে’

জানুয়ারির শুরুর দিকে ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে যে পরিমাণ রোগী ছিল ওমিক্রনের কারণে কয়েক দিনের ব্যবধানে সেই সংখ্যা ছয় গুণ বেড়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

শনিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় এক মতবিনিয়ম সভায় ঢামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে জানুয়ারির শুরুর দিকের তুলনায় এখন রোগীর সংখ্যা ছয় গুণ বেড়েছে। হাসপাতালগুলোতে পরীক্ষা করতে আসা রোগীর সংখ্যাও বেশি। তবে সংক্রমণ বাড়লেও মৃত্যুহারও খুব কম। যারা টিকা নিয়েছেন এবং করোনায় আক্রান্ত হচ্ছেন, তাদের হাসপাতালে ভর্তি হতে হচ্ছে না।

মতবিনিময় সভায় করোনাভাইরাস প্রতিরোধে দেশে টিকাদান শুরুর পর এক বছরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঁচ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে বলে জানান তিনি। নাজমুল হক বলেন, এক বছরে ঢামেকে দৈনিক গড়ে পাঁচ হাজার মানুষ টিকা নিয়েছেন।

ওআ/