সৌদি আরবে গান গাইবে পবনদ্বীপ-অরুণিতা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সৌদি আরবে গান গাইবে পবনদ্বীপ-অরুণিতা

‘ইন্ডিয়ান আইডল’ থেকে উঠে আসা গায়ক পবনদীপ রাজন ও গায়িকা অরুণিতা কাঞ্জিলাল এবার সৌদি আরবে গান গাইবেন। ভারতীয় অ্যাম্বাসি ও গালফ মাধ্যাম্যাম এর আয়োজনে মিউজিক ফেস্টিভ্যালে গাইবেন এই জুটি।

জানা যায়, ভারতের স্বাধীনতার ৭৫ বছর ও সৌদি আরবের জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘মেমোরি অব লিজেন্ডস’ নামের এই সংগীতানুষ্ঠান রিয়াদে অবস্থিত ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান স্কুল বয়েজ প্রাঙ্গণে হবে অনুষ্ঠানটি।

আগামী শুক্রবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় শুরু হবে এই অনুষ্ঠান। বিনামূল্যে এই কনসার্ট উপভোগ করা যাবে।

জানা গেছে, মহম্মদ রফি, লতা মঙ্গেশকরের মতো কিংবদন্তি শিল্পীর গান গাইবেন পবনদীপ ও অরুণিতা। এছাড়া বলিউডের জনপ্রিয় গানও গাইবেন তারা।

জেবি/ আরএইচ/