গোপালগঞ্জে বিয়ে করলেন শিল্পী আসিফের ছেলে
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৭:০৫ পূর্বাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২২
সংগীতশিল্পী আসিফ আকবরের বড় ছেলে শাফকাত আসিফ রণর বাগদান সম্পন্ন হয়েছে। কনে গোপালগঞ্জের মেয়ে ইসমত শেহরীন ঈশিতা। আগামী মাসেই রণ-ঈশিতা আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আসিফ আকবর নিজেই।
ফেসবুকে আসিফ লেখেন, ‘মাস ছয়েক আগে আমার ফুপাতো ভাইয়ের ছেলের বিয়ে দিলাম বর্তমান মহামান্য জেলা কিশোরগঞ্জের কটিয়াদীতে, এবার আমার ছেলে শাফকাতের বিয়ে হচ্ছে বর্তমান মাননীয় জেলা গোপালগঞ্জের কাশিয়ানীতে। দুটো জেলার সাথে একেবারে ব্র্যান্ড নিউ সম্বন্ধ। আমার বেয়াই জনাব ইমতিয়াজ হোসেন সাহেবের কনিষ্ঠা কন্যা ইসমত শেহরীন ঈশিতা, শাফকাত আমাদের যৌথ পরিবারের বড় ছেলে।
গোপালগঞ্জ জেলার সঙ্গে আত্মীয়তার নতুন এ সম্পর্ক নিয়ে নিজের সন্তুষ্টির কথাও জানান এই গায়ক, ‘একটা আদুরে পরিণয়ের দ্বারপ্রান্তে দুই পরিবারের আবেগ, এর চেয়ে খুশির খবর আর হতেই পারে না। চমৎকার হাসিখুশি সুখী একটি একান্নবর্তী পরিবারের সাথে একীভূত হতে পেরে খুব ভালো লাগছে। আমি কুমিল্লাবাসী হিসেবে এখন গোপালগঞ্জের বেয়াই হয়ে গেলাম।’
আসিফ জানান, ঈশিতাকে আমি ছোট্টবেলা থেকেই চিনি। ও খুব লক্ষ্মী একটা মেয়ে। মনে মনে ওকে পুত্রবধূ করার বাসনা ছিল। যাক অবশেষে সে বাসনা পূরণ হলো। মহান আল্লাহ সহায় হয়েছেন, আমার ইচ্ছাপূরণ হয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহে বিয়ের যাবতীয় উৎসব হবে। ঈশিতাকে পুত্রবধূ হিসেবে পেয়ে শ্বশুররুপে আবারও কন্যা সন্তানের বাবা হলাম। সবার দোয়া চাই আমার সত্য সরল সহজ ছেলে রণ আর আদরের বৌমা ঈশিতার জন্য। পড়াশোনার পাশাপাশি বর্তমানে ওরা দুজনই চাকরি করছেন।
ছেলের বিয়ের আয়োজনের জন্য আপাতত কাজ থেকেও ছুটিয়ে নিয়েছেন আসিফ। আপাতত দশ দিন কাজের বাইরে থাকবেন তিনি।
জেবি/ আরএইচ/