‘সাংবাদিকদের তালিকা করা হচ্ছে’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


‘সাংবাদিকদের তালিকা করা হচ্ছে’

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন বলেছেন, অনুমোদনহীন আইপি টিভি এবং নিউজের বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে। তথ্য অধিদপ্তর সাংবাদিকদের তথ্য ভান্ডার তৈরি করছে। এ লক্ষ্যে তথ্য অফিসের মাধ্যমে দেশব্যাপী পেশাদার সাংবাদিকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।

শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা সিনিয়র তথ্য কর্মকর্তার কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জসীম উদ্দিন আরও বলেন, অচিরেই নোয়াখালীতে আধুনিক জেলা তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে। এ তথ্য কমপ্লেক্স হবে সাংবাদিক এবং যোগাযোগ কর্মীদের মধ্যে তথ্য আদান প্রদানের অন্যতম হাব।

এ সময় আধুনিক জেলা তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান, সিনিয়র জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুনসহ জেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জি/