ঢাকা ময়মনসিংহ ট্রেন যোগাযোগ বন্ধ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:৫০ পূর্বাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২২


ঢাকা ময়মনসিংহ ট্রেন যোগাযোগ বন্ধ
ঝড়ো বাতাসে গাছ

ময়মনসিংহে ঝড়ো বাতাসে গাছ রেললাইনের উপরে পড়ে ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০ টার দিকে আহম্মদ বাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের পরিদর্শক মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল সাড়ে ৯ টার দিকে ঝড়ো বাতাসে আহম্মদ বাড়ি এলাকার রেললাইনে একটি গাছ পড়ে যায়। এতে ঢাকা ময়মনসিংহ ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ইতিমধ্যেই রেল লাইন থেকে গাছ অপসারণের কাজ শুরু হয়েছে। অল্প কিছুক্ষণের মাঝেই ট্রেন যোগাযোগ সচল হবে।

তিনি আরও বলেন, এই ঘটনায় ঢাকা গামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ফাতেমানগর এবং দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার আউলিয়ানগর স্টেশনে দাড়িয়ে আছে।

জেবি/ আরএইচ/