ছাদ খোলা গাড়িতে ৮ নারী ফুটবলারকে সংবর্ধনা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:৩২ পূর্বাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২২


ছাদ খোলা গাড়িতে ৮ নারী ফুটবলারকে সংবর্ধনা
শত শত মানুষ তাদের স্বাগত জানান

ময়মনসিংহের কলসিন্দুরের সাফ জয়ী আট নারী ফুটবলারকে ছাদ খোলা গাড়িতে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে ময়মনসিংহের চুরখাই এলাকায় প্রবেশ করলে ছাদ খোলা গাড়িতে করে দুপুর ১২টার দিকে তারা ময়মনসিংহ শহরের দিকে যাত্রা করেন। এ সময় রাস্তার দুই পাশে শত শত মানুষ তাদের স্বাগত জানান।

এ সময় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, ফুটবল টিমের ম্যানেজার মালা রানী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

ছাদ খোলা গাড়িতে করে তারা শহর প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজে প্রবেশ করেন। সেখানে বিশ্রাম শেষে আড়াইটার দিকে ঘোড়ার গাড়িতে করে নগরীর জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে রওনা দেন তারা।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় তাদের জেলার পুলিশ লাইনে সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনা শেষে নিজ গ্রাম ধোবাউড়া উপজেলার কলসিন্দুরের উদ্দেশ্যে রওনা দিবেন তারা।

সাফ জয়ী কলসিন্দুরের আট কিশোরী সানজিদা আক্তার, মারিয়া মান্ডা, শাছুন্নাহার সিনিয়র, শামছুন্নাহার জুনিয়র, শিউলি আজিম, তহুরা খাতুন, সাজেদা আক্তার, মার্জিয়া আক্তার। এদের মধ্যে ৬ জন সাফ ফাইনালে অংশ নেন।

জেবি/ আরএইচ/