আলিয়া মাদরাসা শিক্ষা দিবস আজ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৩৬ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২২


আলিয়া মাদরাসা শিক্ষা দিবস আজ
পাক-ভারত উপমহাদেশে আলিয়া মাদরাসা

আজ ১ অক্টোবর আলিয়া মাদরাসা শিক্ষা দিবস। ১৭৮০ সনের এই দিনে আজকের আলিয়া মাদরাসা শিক্ষা ধারার পত্তন হয়। পাক-ভারত উপমহাদেশে আলিয়া মাদরাসা শিক্ষা ধারার ইতিহাস বহু পুরনো। কওমী মাদরাসা শিক্ষা ব্যবস্থা চালুরও প্রায় একশ বছর আগে আলিয়া নেসাবের মাদরাসা শিক্ষার সূচনা হয়।

১৭৮০ সনের ১ অক্টোবর কলকাতা শহরের বৈঠকখানা রোডের বাড়িতে শুরু হওয়া শিক্ষাই আজকের আলিয়া মাদরাসা শিক্ষা। বাংলাদেশে প্রথম মাদরাসা শিক্ষা দিবস পালিত হয় ১৯৯৬ সনে। আলিয়া মাদরাসা শিক্ষা ধারার ইতিহাস বড়ই সোনালী। ১৭৮০ সনে কুরআন-হাদীসের শিক্ষা প্রায় বিলুপ্ত হওয়া থেকে উদ্ধার করে এই আলিয়া মাদরাসা। এই শিক্ষা তার সৃষ্টি থেকে আজ অবধি সর্বদা মাদরাসা শিক্ষা ধারার সাথে সাধারণ শিক্ষা ধারার সমন্বয় করে মাদরাসা ছাত্রদের যে কোনো প্রতিযোগিতায় সক্ষমতা সৃষ্টিতে অসাধারণ অবদান রেখে আেেসছ।

১৯২১ সনে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্য সকল ডিপার্টমেন্টের সাথেই চালু হয় ইসলামী শিক্ষা ডিপার্টমেন্ট এবং সেখানে ছাত্র সরবরাহে একমাত্র সক্ষম ছিল এই আলিয়া মাদরাসা। দেশের সর্বত্র এবং সর্বস্তরে কুরআন-হাদীসের শিক্ষায় শিক্ষিত মানুষের সরব উপস্থিতি নিশ্চিত করেছে এই মাদরাসা। দেশ পরিচালনায় ও জাতি গঠনে আলিয়া মাদরাসা শিক্ষার অবদান চিরভাস্বর এবং চিরোজ্জ্বল।

জেবি/ আরএইচ/