রাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের সময় বাড়লো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৯ পিএম, ২রা সেপ্টেম্বর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে মনোনয়নপত্র বিতরণের সময় একদিন বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরাও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
আরও পড়ুন: নতুন কর্মসূচি ঘোষণা করেছে বুয়েট শিক্ষার্থীরা
অধ্যাপক নজরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের দাবি ও পরামর্শ বিবেচনায় নিয়ে নির্বাচনকে আরও অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্ধারিত নির্বাচনের তারিখ অপরিবর্তিত রাখা হয়েছে।
এ পর্যন্ত রাকসুর নির্বাচনী তফসিলে ছয়বার পরিবর্তন আনা হয়েছে। সর্বশেষ সংশোধিত তফসিল অনুযায়ী, বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে এবং দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৭ সেপ্টেম্বর। এরপর ৮ ও ৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ১০ সেপ্টেম্বর প্রাথমিক তালিকা প্রকাশ, ১১ সেপ্টেম্বর আপত্তি গ্রহণ ও প্রত্যাহার এবং ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের পর ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে।
আরও পড়ুন: মধ্যরাতে রাবি শিক্ষকের বাসার তালা ভেঙে সোনার গয়না ও টাকা চুরি
এর আগে, প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে গত রোববার শাখা ছাত্রদল রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল ও পরে ইসলামী ছাত্রশিবিরের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে অন্তত ১০ জন আহত হন। পরে শিক্ষার্থীরা তালা ভেঙে মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নির্বাচন কমিশন জরুরি সভা আহ্বান করে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ওই সভার শুরুতেই হট্টগোলের কারণে ছাত্রদল, বাম সংগঠন ও ছাত্র অধিকার পরিষদের নেতারা ওয়াকআউট করেন।
এএস