নতুন কর্মসূচি ঘোষণা করেছে বুয়েট শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৩ পিএম, ২রা সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় আগামী ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে বিভাগীয় মহাসমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে ক্যাম্পাসে ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে প্রতীকী লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন: মধ্যরাতে রাবি শিক্ষকের বাসার তালা ভেঙে সোনার গয়না ও টাকা চুরি
তারা জানান, মেধা ও যোগ্যতাকে অগ্রাধিকার দিতে হবে, কোনো ধরনের কোটা প্রথা তারা মেনে নেবেন না।
শিক্ষার্থীরা আরও বলেন, তাদের আন্দোলন তিনটি মূল দাবির ভিত্তিতে চলবে- নবম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ ও যোগ্যতা হিসেবে বিএসসি ডিগ্রি বাধ্যতামূলক করা, দশম গ্রেডে ডিপ্লোমা কোটা বাতিল করে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং বিএসসি ছাড়া কেউ যেন ‘ইঞ্জিনিয়ার’ উপাধি ব্যবহার করতে না পারে।
আরও পড়ুন: রাকসুর ভােটার ও প্রার্থী হতে পারবেন প্রথম বর্ষের শিক্ষার্থীরাও
আগামী ৪ সেপ্টেম্বরের বিভাগীয় মহাসমাবেশে এসব দাবি তুলে ধরার ঘোষণা দিয়েছেন তারা।
এএস