রেল অবরোধের পর ব্যাংক ও ট্রেজারি ভবনে তালা দিয়েছে বাকৃবি শিক্ষার্থীরা
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৫:০৬ পিএম, ২রা সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করার পর ব্যাংক ও ট্রেজারি ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন। হল ছাড়ার নির্দেশ অমান্য করে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জব্বারের মোড় রেললাইন অবরোধ থেকে শিক্ষার্থীদের একটি অংশ পূবালী ব্যাংকের শাখা ও ট্রেজারি ভবনে গিয়ে তালা দেন। এ সময় কর্মকর্তাদের মাত্র ১০ মিনিট সময় দিয়ে ভবন খালি করতে বলা হয়। এর আগে দুপুর ১২টা থেকে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করলে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকে যায় এবং যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হয়।
আরও পড়ুন: ডাকসু নির্বাচন স্থগিতের রায় আপাতত অকার্যকর, চূড়ান্ত শুনানি আগামীকাল
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সোমবার সকাল থেকে ৬ দফা দাবি জানিয়েছিলেন তারা। প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় বাধ্য হয়ে এ কঠোর কর্মসূচি নিতে হয়েছে। তাদের দাবি, আন্দোলন চলাকালে কোনো অফিস বা কার্যক্রম সচল রাখা যাবে না।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ূন কবীর বলেন, "ট্রেজারি অফিস অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। সেখানে তালা দিয়ে শিক্ষার্থীরা কর্মকর্তাদের বের করে দিয়েছে। এতে কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে। আমরা চাই তারা স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক।"
আরও পড়ুন: হল ছাড়ার নির্দেশনা মানতে অস্বীকৃতি, আন্দোলনে বাকৃবি শিক্ষার্থীরা
তিনি আরও জানান, এ বিষয়ে জেলা প্রশাসন এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
উল্লেখ্য, ভেটেরিনারি ও পশুপালন অনুষদের ডিগ্রি একীভূত করে সমন্বিত ডিগ্রির দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। গত রোববার শিক্ষার্থীদের অবরোধকে কেন্দ্র করে বহিরাগতদের হামলার ঘটনা ঘটে। এরপর রাতেই অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদের সোমবার সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। তবে শিক্ষার্থীরা তা অমান্য করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
এএস