মারা গেছেন সালমান খানের ‘বডি ডাবল’


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০১:২৬ পূর্বাহ্ন, ২রা অক্টোবর ২০২২


মারা গেছেন সালমান খানের ‘বডি ডাবল’
মুম্বাইয়ে জিম করার সময় হৃদরোগে আক্রান্ত

সিনেমা জগতে ‘বডি ডাবল’ খুবই গুরুত্বপূর্ন একটি চরিত্র। অধিকাংশ তারকারাই তাদের কিছু গুরুত্বপূর্ন শট বা ঝুঁকিপূর্ন স্টান্টের ক্ষেত্রে ‘বডি ডাবল’র সহায়তা নিয়ে থাকেন। সাগর পান্ডে তাদেরই একজন ছিলেন। যিনি বলিউড ভাইজান সালমান খানের ‘বডি ডাবল’ ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে হয়ে মারা গেছেন এই যুবক।

জানা গেছে, গতকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) মুম্বাইয়ে জিম করার সময় হৃদরোগে আক্রান্ত হন সাগর। তাকে মুম্বাইয়ের যোগেশ্বরীতে হিন্দু হৃদয় সম্রাট বালাসাহেব ঠাকরে ট্রমা কেয়ার মিউনিসিপ্যাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

সাগর পাণ্ডের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শাহরুখ খানের ‘বডি ডাবল’ প্রশান্ত ওয়াল্ডে। প্রশান্ত ওয়াল্ডে জানান, ‘আমি খবরটা শুনে চমকে উঠেছিলাম। ও একেবারেই ফিট ছিল। ওর মারা যাওয়ার মতো বয়স হয়নি। খুব সম্ভবত সাগর পাণ্ডের বয়স ৪৫-৫০ বছরের মধ্যে। ’

সালমান খানের ‘টিউবলাইট’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘দাবাং’ এর মতো জনপ্রিয় সিনেমায় সালমান খানের ‘বডি ডাবল’ হিসেবে কাজ করেছেন সাগর পাণ্ডে। তবে প্রথমবার ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমাতে প্রথমবার ‘বডি ডাবল’ হিসেবে দেখা যায় সাগর পাণ্ডেকে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বলিউড মেগাস্টার সালমান খান।

সাগর পাণ্ডে ২০২০ সালের এপ্রিলে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, লকডাউনের কারণে আর্থিকভাবে খুবই সমস্যার মধ্যে দিন যাচ্ছে তাঁর। করোনা এবং লকডাউনের জেরে বহু সিনেমার শুটিং বন্ধ হয়ে যায়। যদিও সাগর পাণ্ডে এটিও জানিয়েছিলেন, চলচ্চিত্রের কাজের থেকে স্টেজ শো করেই তিনি সবথেকে বেশি রোজগার করেন। এর পাশাপাশি তিনি সালমানের মতোই অবিবাহিত। তাঁরা ৫ ভাই। সবার মধ্যে তাঁর রোজগার বেশি। তাই ভাইদের খরচও তাঁকেই চালাতে হয়। সাগর পাণ্ডের আসল বাড়ি উত্তরপ্রদেশের প্রতাপগড়ে। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়েই মায়ানগরী মুম্বাইতে এসেছিলেন তিনি। কিন্তু অভিনেতা হিসেবে সফল না হওয়ার কারণেই চলচ্চিত্রে ‘বডি ডাবল’ হিসেবে কাজ করা শুরু করেন। প্রায় ৫০ টি সিনেমায় সালমানের ‘বডি ডাবল’ হিসেবে কাজ করেছেন সাগর পাণ্ডে।

জেবি/ আরএইচ/