ত্রিশালে গ্রাম ডাক্তারদের প্রশিক্ষণ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:০৩ পূর্বাহ্ন, ৩রা অক্টোবর ২০২২


ত্রিশালে গ্রাম ডাক্তারদের প্রশিক্ষণ
একমাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

ময়মনসিংহের ত্রিশালে গ্রাম ডাক্তারদের পেশাগত দক্ষতা বৃদ্ধিও লক্ষ্যে এক মাসব্যাপী রিফ্রেসার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার সকালে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল মিলনায়তনে আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে একমাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন সিবিএমসিবি হাসপাতালের সহযোগি অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. আবুল কালাম আজাদ খান। 

আয়োজক কমিটির সদস্য মোখলেছুর রহমানের সঞ্চালনায় প্রশিক্ষনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাসিক জনপ্রশাসন ময়মনসিংহ বিভাগীয় সম্পাদক রবিন বরকত উল্লাহ, আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি ময়মনসিংহের সাধারন সম্পাদক মনোয়ার হোসেন মিন্টু, আরএমপি ময়মনসিংহের ম্যানেজার হারুন অর রশিদ প্রমুখ।

জেবি/ আরএইচ/