ব্যস্ত সময় পার করছেন পর্ণা


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২২


ব্যস্ত সময় পার করছেন পর্ণা
হিমাদ্রিতা পর্ণা

বর্তমান প্রজন্মের জনপ্রিয় এক সংগীতশিল্পী হিমাদ্রিতা পর্ণা। বেশ কিছুদিন যাবৎ খুব ব্যস্ত সময় পার করছেন তিনি। সিঙ্গাপুর ইউনিভার্সাল সোসাইটির দুর্গাপূজা উৎসবের আমন্ত্রণে বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন তিনি।

প্রথমবার সিঙ্গাপুরে দুর্গাপূজায় গান করছেন তিনি। এ প্রসঙ্গে হিমাদ্রিতা পর্ণা জনবাণীকে জানান, এবারই প্রথম সিঙ্গাপুরে পূজা উদযাপনে এসেছেন তিনি। এখানে তিনি পূজার ষষ্ঠী থেকে দশমী অবধি একাধিক কনসার্টে গান গাইবেন। এছাড়া দীপাবলিতেও কনসার্ট করার কথা রয়েছে বলে জানান পর্ণা। 

তিনি আরও বলেন, আমার খুব ইচ্ছে ছিল কোনো একবার সিঙ্গাপুরে দুর্গাপূজায় থাকার। এবার সেই সৌভাগ্য হলো।আসলে পূজাতে গান করলে ঘোরাঘুরিটা খুব একটা হয়ে ওঠেনা বলে জানিয়ে তিনি বলেন, সিঙ্গাপুরে ঘোরাঘুরি ও পূজা দুটোই হচ্ছে। তবে মার মন খুব খারাপ। মা বাংলাদেশে রয়েছেন। আর আমি এখানে। আমারও খারাপ লাগছে। পূজায় পরিবারের সাথে সময় কাটাতে ভালোবাসি। এবারের পূজা অন্যরকম কাটবে। 

হিমাদ্রিতা বলেন, সিঙ্গাপুরে বেশ কিছুদিন থাকা হবে। কয়েকটি মিউজিক ভিডিওর কাজ এখানেই শেষ করার পরিকল্পনা আছে।

জেবি/ আরএইচ/