আমিরাতে জাগো হিন্দু পরিষদের লিফলেট বিতরণ

মুসাফ্ফা, ও আল আইন মন্দিরে পূজা পরিক্রমা সত্যম সনাতন বই
বিজ্ঞাপন
মো. নূরুল্লাহ খান, আরব আমিরাত: আরব আমিরাতের রাজধানী আবুধাবি মুসাফ্ফা, ও আল আইন মন্দিরে পূজা পরিক্রমা সত্যম সনাতন বই ও লিফলেট বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, আবুধাবির সার্বজনীন দুর্গোৎসবের সভাপতি মৃনাল কান্তি ধর ও সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি দাস, প্রসেনজিৎ কুমার শীল, কানু লাল দাস, সজল চৌধুরী, কাজল বিশ্বাস, সাংবাদিক সনজিৎ কুমার শীল, রাখাল শীল, তিলক তালুকদার, সভাপতি নারায়ণ দাশ, সাধারণ সম্পাদক রুবেল কান্তি দাশ, সাংগঠনিক সম্পাদক টিটন পাল, দপ্তর সম্পাদক উজ্জ্বল দেবনাথ, প্রচার সম্পাদক, শুভ অধিকার, সদস্য টিপু দাশ, রিটন শীল, রিটন সূত্রধর, জয় দাশ,পলাশ দাশ, রাকেশ দাশ, সনজিৎ সরকার প্রমুখ।
জানা গেছে, জাগো হিন্দু পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখার পক্ষ থেকে আবুধাবি মুসাফ্ফা সার্বজনীয় পূজা মন্ডপ ও আল আইন দুইটি পূজা মন্ডপে সত্যম সনাতন বই ও লিফলেট বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
জেবি/ আরএইচ/








