ছুটির দিনে ফাঁকা রাজধানী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:২১ পূর্বাহ্ন, ৬ই অক্টোবর ২০২২


ছুটির দিনে ফাঁকা রাজধানী
ফাইল ছবি

রাজধানীর সড়কে নেই সেই চিরচেনা গাড়ির জটলা। আজ রাস্তাঘাট অনেকটা ফাঁকা।  

আজ বুধবার (৫ অক্টোবর) রাজধানীর গুলিস্তান, পল্টন, শাহবাগ, বাংলামোটর ঘুরে এমন চিত্র দেখা গেছে।

দেখা গেছে, গাড়ির তেমন চাপ নেই। সরকারি ছুটির কারণে পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই ছুটিতে রয়েছেন। এতে করে গণপরিবহনের সংখ্যাও অনেক কম। বাস চললেও অনেক আসনই ফাঁকা দেখা গেছে।

সকাল কথা হয় দেওয়ান বাসের চালক মঞ্জুরের সাথে তিনি বলেন, ভোরে বের হয়েছি। রাস্তায় যাত্রী নেই। 

গুলিস্তান ট্রাফিক সিগন্যালে দায়িত্বরত ট্রাফিক সদস্য মনির হোসেন বলেন, আজ ভোর থেকেই গাড়ির কোনো চাপ নেই। মাঝে মধ্যে বাস এলেও বাসে যাত্রী কম।  

ছুটির কারণে গতকাল মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যা ও রাতে ঢাকা ছেড়েছেন অনেক মানুষ। রাজধানীর বাস ও রেলস্টেশন, লঞ্চ ঘাটে ভিড় দেখা যায়। 

 উল্লেখ্য, বুধবার (৫ অক্টোবর) বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে আজ শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। দুর্গাপূজা উপলক্ষে আজ সরকারি ছুটি। বন্ধ রয়েছে ব্যাংক, পুঁজিবাজারসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (৬ অক্টোবর) একদিন ছুটি নিলে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। রোববার ঈদে মিলাদুন্নবীর ছুটি।

জেবি/ আরএইচ/