সরিষাবাড়ীতে সাজাপ্রাপ্ত ৩ আসামী গ্রেফতার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৪৬ পূর্বাহ্ন, ৭ই অক্টোবর ২০২২


সরিষাবাড়ীতে সাজাপ্রাপ্ত ৩ আসামী গ্রেফতার
ছবি: প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে ৩ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে একজনকে উচ্চগ্রাম ও ২ জনকে ফুলবাড়ীয়া থেকে গ্রেফতার করা হয়।  

জানা যায়, জামালপুরের পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদের নির্দেশে অভিযান পরিচালনা করে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী খোকন, ও বছির ও ছাহেরকে গ্রেফতার করা হয়।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর বলেন, ৩ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিলো। তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জেবি/ আরএইচ/