অনন্যাকে চিনতেই পারলেন না আরিয়ান


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৯:০৪ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২২


অনন্যাকে চিনতেই পারলেন না আরিয়ান
ছবি: ইন্টারনেট

কলাপাতা রঙের লেহঙ্গায় ঝিকিমিকি তুলে দাঁড়িয়ে ছিলেন অনন্যা পণ্ডে। পাশ দিয়ে হেঁটে বেরিয়ে গেলেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। দেখেও দেখলেন না অনন্যাকে । সেই মুহূর্ত ক্যামেরাবন্দি হতেই জল্পনা নেটদুনিয়ায়। অনন্যাকে পাত্তাই দিলেন না আরিয়ান? এক বার সৌজন্য দেখিয়েও তো কুশল বিনিময় করতে পারতেন। তবে ঔদ্ধত্যেই বার বার নজর কাড়েন শাহরুখ-তনয়।


মাধুরী দিক্ষীত অভিনীত ‘মাজা মা’ ছবি ওটিটিতে মুক্তির আগে ব্যক্তিগত প্রদর্শনীর আয়োজন করেছিলেন নির্মাতারা। সেখানেই নজরে আসে ব্যস্ত সন্ধ্যার সেই মুহূর্ত। হাতে আঁচল ফেলে দাঁড়িয়ে রইলেন অনন্যা। পাশ দিয়ে ধাঁ করে বেরিয়ে গেলেন আরিয়ান। এই উপেক্ষার কারণ কী? কেউ জানেন না।


‘মাজা মা’ প্রথম ভারতীয় ছবি যেটি আমাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পেয়েছে। তার আগে সতীর্থদের নিয়ে ঘরোয়া পরিমণ্ডলে কাজ ভাগ করতে চেয়েছিলেন পরিচালক আনন্দ তিওয়ারি। মাধুরী ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন গজরাজ রাও, ঋত্বিক ভৌমিক, রজিত কপুর সহ আরও অনেকেই।


ছবি নিয়ে কৌতূহল তো ছিলই। আরিয়ানের সঙ্গে এসেছিলেন বোন সুহানা খানও। আরও বহু তারকার মেলায় ঝলমল করছিল অনুষ্ঠান-বাড়ি। তবে আরিয়ান-অনন্যার ঘটনায় সবার নজর ঘুরে গেল এক দিকেই। অনেকেই সহানুভূতি প্রকাশ করেছেন অনন্যার প্রতি। এর আগে, ‘কফি উইথ করণ’-এর এক পর্বে অনন্যা স্বীকার করেছিলেন, আরিয়ানের প্রতি তাঁর দুর্বলতা রয়েছে।


তার উপর সদ্য উত্তেজক ফোটোশ্যুটে অনুরাগিনীদের হৃদয়ে আগুন জ্বালিয়েছেন আরিয়ান। মাদককাণ্ডে নিষ্কৃতি পেয়ে নিজের মতো করে জীবন গোছাচ্ছেন তিনি। শোনা যায়, লেখক হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন শাহরুখ-তনয়। লিখছেন চিত্রনাট্য। ব্যস্ততার মাঝে কারও জন্যই কি জায়গা নেই তাঁর হৃদয়ে? সে নিয়ে চর্চায় ভক্তরা। অন্য দিকে ‘লাইগার’-এর পর নতুন ছবির কাজে ব্যস্ত হয়ে পড়েছেন অনন্যা। আদর্শ গৌরবের ছবি ‘খো গ্যায়ে হম কাঁহা’-তে দেখা যাবে অভিনেত্রীকে।


সূত্র: আনন্দবাজার


আরএক্স/