বনবিভাগের শতাধিক গাছ কেটে নিল বনখেকুরা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:৪৭ পূর্বাহ্ন, ১২ই অক্টোবর ২০২২
ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ী ইউনিয়নের মনোহরপুর মৌজায় ১৭ নং দাগে বনবিভাগের রোপনকৃত প্রায় শতাধিক গজারী গাছ রবিবার (৯ অক্টোবর) দিনে ও রাতে কেটে নেয় বনখেকুরা।
উপজেলার মনোহরপুর মৌজায় ১৭ নং দাগে বনবিভাগের রোপনকৃত প্রায় শতাধিক গজারী গাছ রবিবার সারাদিন দিনে ও রাত ব্যাপি ৮/১০ জন লোক দ’ কুড়াল করাত নিয়ে কেটে পাশ্বে সোহাগের স’মিলে (করাতকল) এ কাঠগুলো চেরাই করে নিয়ে যায় বনখেকুরা।
স্থানীয় এলাকাবাসীরা জানান, বনবিভাগের ১০কিলোমিটারের মাঝে স’মিল(করাতকল)থাকার কোন আইন না থাকলেও বনবিভাগকে ম্যানেজ করে দিবা রাত্রি সোহগের স’মিলে গজারীগাছসহ বিভিন্ন প্রজাতির বনের গাছ চেরাই হচ্ছে দেদারে ।
ফলে আস্তে আস্তে বন বিলুপ্তের পথে। অভিযুক্ত তৌফিক আহাম্মেদ সোহাগ জানান,আমার মিলে আসার সাহস কারো নেই। আমি বনের কাঠ কাঠিনা। হবিরবাড়ী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রইছ উদ্দিন জানান, গাছ কাটার খবর পেয়ে সোমবার দুপুরে লোক পাঠিয়েছি । মামলার প্রস্তুতি চলছে।
আরএক্স/