ঝোপের ভিতর পড়ে ছিল বস্তাবন্দি নারীর বিবস্ত্র মরদেহ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৫৬ পূর্বাহ্ন, ১৫ই অক্টোবর ২০২২


ঝোপের ভিতর পড়ে ছিল বস্তাবন্দি নারীর বিবস্ত্র মরদেহ
প্রতীকী ছবি

ময়মনসিংহে ঝোপের ভিতর থেকে বস্তাবন্দি অজ্ঞাত (৩৫) নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


শুক্রবার (১৪ অক্টোবর) সকালে বাদেকল্পা সাকিন রহমতপুর এলাকায় সড়কের পাশে ঝোপের ভিতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।


কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, সকালের দিকে নগরীর বাদেকল্পার রহমতপুর থেকে ঢাকা বাইপাস সড়কের পাশে ঝোপের ভিতর নারীর বস্তাবন্দি মরদেহ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি রক্তাক্ত নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।


ফারুক হোসেন আরও বলেন, ধারণা করা হচ্ছে অন্য কোথায় হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।