মানুষের কত রূপ ইন্ডাস্ট্রিতে এসে বুঝেছেন নার্গিস


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০:৪৯ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২২


মানুষের কত রূপ ইন্ডাস্ট্রিতে এসে বুঝেছেন নার্গিস
ছবি: ইন্টারনেট

নার্গিস ফাখরি রকস্টার সিনেমার হির চরিত্র করার পর সবার মন কেড়েছেন। ‘রকস্টার’, ‘মাদ্রাজ ক্যাফে’, ‘ম্যায় তেরা হিরো’, ‘হাউসফুল’-এর মতো ছবিতে অভিনয় করেছেন নার্গিস ফাখরি।


সিনেমার সাথে নিজেকে জড়ানোর আগে নার্গিস ছিলেন সরল-সাদাসিধে মানুষ। ইন্ডাস্ট্রিতে এসে একরকম বিপদে পড়েছিলেন। অনেক কিছুর সাথে মানিয়ে নিতে হয়েছিল তাকে। এখনও অনেক ক্ষেত্রে নিজেকে মানিয়ে নিতে হচ্ছে। নতুন অবস্থায় কিভাবে মানিয়ে নিতে হচ্ছিল নার্গিসকে? 


নার্গিস ফাখরি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বলিউডের কঠিন যাত্রা তাকে হতাশায় নিমজ্জিত করেছে। বলিউডের মানুষদের সঙ্গে তালমিলিয়ে চলতে ব্যর্থ হয়েছিলেন। নার্গিস জানান, ‘বলিউড ইন্ড্রাস্ট্রির মানুষের তিনরকম সত্তা। কখনো তারা ব্যবসায়ী, কখনো শিল্পী আবার কখনো ঘরোয়া মানুষ’।এর মধ্যে ভারসাম্য রেখে চলাই বুদ্ধিমানের কাজ। টানা আট বছর পড়ে ছিলেন মুম্বাইয়ে। এক বারও পরিবারের কাছে ফেরার সময় পাননি। 



নার্গিসের কথায়, “নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিয়েছিল। হয়তো অবসাদও এসেছে। নিজেকে প্রশ্ন করেছি বহু বার, এখনও কেন পড়ে আছি? দু’বছরের বিরতি নিয়েছিলাম, নিজেকে সুস্থ করতে। আমেরিকায় গিয়ে যোগাভ্যাস করতাম। ধ্যান করতাম। তারপর আবার ফিরে আসি।”



এইচআর/