দুই পুরুষ সঙ্গীকে নিয়ে সমুদ্রে নোরা ফাতেহির


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:৫৫ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২২


দুই পুরুষ সঙ্গীকে নিয়ে সমুদ্রে নোরা ফাতেহির
নোরা ফাতেহি, ফাইল ছবি

নোরা মানেই যে শরীরী ভাষা প্রয়োগ করে নাচ, তা এই নতুন ভিডিওর মাধ্যমে আরও এক বার প্রমাণ করেছেন নোরা।


পরনে গোলাপি বিকিনি এবং কোমরের একটু নীচে পর্যন্ত ছোট একটি জিন্স। আর তা পরেই সমুদ্র সৈকতে নেচে সামাজিকমাধ্যমে ঝড় তুললেন অভিনেত্রী নোরা ফতেহি। নোরা মানেই যে শরীরী ভাষা প্রয়োগ করে নাচ, তা এই নতুন ভিডিয়োর মাধ্যমে আরও এক বার প্রমাণ করলেন।


নতুন এই ভিডিয়োটি নোরা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন। ভিডিয়োটি থাইল্যান্ডের একটি সমুদ্র সৈকতে শ্যুট করা। 


ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, দুই পুরুষ সঙ্গীকে সঙ্গে নিয়ে সমুদ্র সৈকতেই উদ্দাম নাচে মেতেছেন অভিনেত্রী। সমুদ্রের দিক থেকে আসা হাওয়াতে চুল উড়ে যাতে নাচে ব্যাঘাত না ঘটে, সেই কারণে চুলও বেঁধে নিয়েছেন তিনি।


সমুদ্র সৈকতের পাশাপাশি রিসোর্টের সুইমিং পুলের কাছেও একটি গানে কোমর দোলাতে দেখা গিয়েছে নোরাকে। সেই নাচের ভিডিয়োতেও লাস্যময়ী রূপে দেখা গিয়েছে তাকে।


নোরার নৃত্যকৌশল নিয়ে প্রশ্ন তোলেন ভূ-ভারতে এমন মানুষের খোঁজ পাওয়া বিরল। সঙ্গীতের তালে নোরার শরীর যেন স্বর্গের রূপসীদের মতো দুলে ওঠে। নাচের সময় তাঁর শরীরী ভাষায় মুগ্ধ অসমুদ্রহিমাচল। তার নতুন কোনও নাচের ভিডিয়ো মুক্তি পাওয়ার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করেন অনুরাগীরা।


আরএক্স/