বিয়ে নিয়ে যা বললেন তামান্না


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬:৩৪ পূর্বাহ্ন, ১৬ই অক্টোবর ২০২২


বিয়ে নিয়ে যা বললেন তামান্না
ছবি: ইন্টারনেট

১৯৮৯ সালে ২১ ডিসেম্বর জন্ম অভিনেত্রী তামান্না ভাটিয়ার। ২৯ বছর বয়সী এই তারকা ২০০৫ সালে ১৫ বছর বয়সে নায়িকা হিসেবে অভিনয়জীবন শুরু করেন। মুম্বাইয়ে জন্ম নেওয়া তামান্না স্কুলজীবন শেষ করেন ম্যাকেঞ্জি কুপার এডুকেশনাল ট্রাস্ট স্কুলে। বাবা একজন হীরা ব্যবসায়ী। প্রথম ছবি ‘চান্দ সা রোশন চেহারা’। তবে দক্ষিণের পাশাপাশি বলিউডেও একের পর এক সিনেমায় অভিনয় করে চলেছেন এই অভিনেত্রী। 


একাধিক সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করার ফলে নিয়মিত বিভিন্ন রাজ্য ঘুরে বেড়াতে হয় তাকে। তবে তামান্নার বাবা-মা কাজের বাইরেও তার কাছ থেকে কিছু প্রত্যাশা করেন।


এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে তামান্না বলেন, বাবা-মা তার সুখী বিবাহিত এবং স্থায়ী দাম্পত্য জীবন দেখতে চান। এই অভিনেত্রী বলেন, ‘ঘটনা হলো আমি দিনে ২৬ ঘণ্টা কাজ করি! এই যেমন এখন আমি আপনার সঙ্গে কথা বলছি আর আমার মায়ের কাছ থেকে ফোন কল পাচ্ছি। কিন্তু কাজ থাকায় তার সঙ্গে কথা বলতে পারছি না। তিনি আমার এই ব্যস্ত সময়সূচিতে বিরক্ত।’


তামান্না আরও যোগ করেন, ‘প্রতিটি ভারতীয় পরিবারের মতো আমার বাবা-মাও চান আমি বিয়ে করি। কিন্তু কী করব, ব্যক্তিগত জীবনের জন্য আমার সময় নেই।’


এই অভিনেত্রীর মতে, ব্যক্তিগত জীবনের জন্য তার আসলেই সময় নেই। তবে তার অর্থ এই নয় যে, তিনি সংসারী হতে চান না। তামান্না বলেন, ‘আমি বিয়েতে বিশ্বাস করি। বিয়ে করতে চাই, সন্তান নিতে চাই। কিন্তু আপাতত আমার খুব একটা জীবন নেই। আমি সত্যিই আমার কাজ অনেক উপভোগ করি। আমি মনে করি এটি এমন একটি জায়গা, যেখানে আমি সবচেয়ে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার আরও শক্তি থাকলে আমি আরও বেশি কাজ করতাম।’ 


তামান্নার মতে, বাবা-মায়ের সাপোর্টের কারণেই তিনি মনোযোগ দিয়ে কাজ করতে পারছেন। অভিনেত্রী বলেন, ‘আমার কাছের মানুষজন খুবই সাপোর্টিভ। তাদের সঙ্গে এবং একটি ছোট্ট কুকুরছানার সঙ্গে আমার বসবাস, এটাই আমার পৃথিবী। যা আমি দারুন উপভোগ করে চলেছি।’