ভারতীয় সুপ্রিম কোর্ট একতাকে যা বলল


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২২


ভারতীয় সুপ্রিম কোর্ট একতাকে যা বলল
ছবি: ইন্টারনেট

একতা কাপুর এবং তার মা শোভা কাপুরের বিরুদ্ধে সম্প্রতি ভারতের বিহারের আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ওয়েব সিরিজ‘ ট্রিপল এক্স’-এ আপত্তিকর দৃশ্য দেখানোর জন্য মামলা থেকে রেহাই পেতে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিলেন একতা। কিন্তু উল্টো একতা আর তার আইনজীবীকে দু’কথা শুনিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।


সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, একতা কাপুরের তরফ থেকে বর্ষীয়ান আইনজীবী মুকুল রোহাতগি প্রথমে পাটনা হাইকোর্টে এই মামলার জন্য আবেদন জানান। কিন্তু সেখান থেকে দ্রুত বিচার না পাওয়াই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। রোহাতগি এই প্রসঙ্গে বলেন, ‘সাবস্ক্রিপশন নেওয়ার পরেই এই কন্টেন্ট দেখা যাবে। তাই দর্শকের স্বাধীনতা রয়েছে তা বেছে নেওয়ার।’


গত শুক্রবার মামলার শুনানি হয়। সেখানে অজয় রাস্তোগী এবং সিটি রবিকুমার নামে ভারতীয় সুপ্রিম কোর্টের দুই বিচারপতি একতা কাপুরকে উদ্দেশ্য করে বলেন, ‘কিছু একটা করা প্রয়োজন। আপনি দেশের যুব সমাজকে কলুষিত করছেন। আপনার ওয়েব সিরিজে যা রয়েছে তা সব বয়সের মানুষই দেখবে। আপনি দর্শককে কী এটাই বেছে নিতে বলছেন?’


বিপরীতে বেঞ্চের তরফ থেকে বলা হয়, ‘আদালতে সাধারণ মানুষ বিচারের জন্য আসেন। যাদের একমাত্র শেষ সম্বল আদালত, তারাই আমাদের দ্বারস্থ হন। তারা যদি বিচার না পান, তাহলে সাধারণ মানুষের কথা ভাবুন তো। প্রতিবার আপনি (মুকুল) এই ধরনের মামলা নিয়ে আদালতে আসছেন। এটা বরদাস্ত করব না। এরপর এসব ক্ষেত্রে জরিমানা ধার্য করা হবে।’


এইচআর/