সাইফ-করিনার বিবাহবার্ষিকী উপলক্ষে বিশেষ ছবি পোস্ট!
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯:৪৭ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২২
সাইফ-করিনার বিয়ের ১০ বছর পূর্তি উপলক্ষে দম্পতির পুরনো ছবি সমাজমাধ্যমে পোস্ট করলেন সোহা আলি খান। সাবাও তাঁদের পুরনো ছবি পোস্ট করেন।
২০১২ সালের ১৬ অক্টোবর। পটডি প্যালেসে বেজে উঠেছিল বিয়ের সানাই। বলিউডের ‘বেবো’র বিয়ে, তাও আবার সাইফ আলি খানের সঙ্গে। সারা বলিপাড়া এই নতুন জুটি নিয়ে মাতোয়ারা ছিলেন। আজ দুই পুত্রসন্তানের বাবা-মা হয়েও টিনসেল নগরীর ‘পাওয়ার কাপল’ হিসাবে অধিক পরিচিত সাইফ-করিনা।
দু’জনের বিয়ের সময়ে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সোহা। এই ছবিতে নতুন দম্পতিকে ঘিরে রয়েছেন শর্মিলা ঠাকুর, সোহা এবং সাবা। এ ছাড়াও এই ফ্রেমে সারা আলি খান এবং ইব্রাহিম ছিলেন।
সাইফ-করিনার বিয়ের পুরনো ছবি দিয়ে শুভেচ্ছা জানান সাবাও। বিয়ের পোশাকে সাইফ এবং করিনা একে অপরের দিকে তাকিয়ে। এই ছবি দেখে অনুরাগীরাও মুগ্ধ।
সূত্র: আনন্দবাজার
আরএক্স/