একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নাট্যকার মাসুম আজিজ “লাইফ সাপোর্টে”
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০:১৫ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২২
একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নাট্যকার মাসুম আজিজকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে । তিনি অনেকদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন।, এরপর থেকে বাসা এবং হাসপাতালেই কাটছে এই অভিনেতার দিনগুলো।
সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মাসুম আজিজের চিকিৎসার জন্য দ্রুত মেডিকেল বোর্ড গঠনের দাবি জানিয়েছেন শোবিজ অঙ্গনের শিল্পী-কলাকুশলীরা।
রবিবার (১৬ অক্টোবর) রাতে গনযোগাযোগ ফেসবুকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস তার ফেসবুকে লিখেছেন, একুশে পদকপ্রাপ্ত শিল্পী মাসুম আজিজ গুরুতর অসুস্থ অবস্থায় স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।
তার সুচিকিৎসার জন্য অনতিবিলম্বে মেডিকেল বোর্ড গঠনে সরকারের কাছে দাবি জানাচ্ছি। গোলাম কুদ্দুসের এই পোস্টটি শোবিজের অনেকেই শেয়ার করে সহমত প্রকাশ করছেন।
তিনি আরো বলেন,সপ্তাহখানেক ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন ক্যানসারে আক্রান্ত মাসুম আজিজ। বৃহস্পতিবার সকালে তার শারীরিক পরিস্থিতির অবনতি হলে চিকিৎসকের সিদ্ধান্তে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।“সকালে আমি হাসপাতালে গিয়েছিলাম। ভাবীর (মাসুম আজিজের স্ত্রী) সাথেও কথা বলেছি ।
স্কয়ার হাসপাতালে চিকিৎসা তো অনেক ব্যয়বহুল। আমরা চেষ্টা করছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা যায় কিনা। স্কয়ারে চিকিৎসা চালাতে গেলে এত টাকা ম্যানেজ করা কঠিন হয়ে যাবে।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থিয়েটারে সক্রিয় হন মাসুম আজিজ। অভিনয়ের জন্য মঞ্চ, টেলিভিশন আর সিনেমায় খ্যাতি রয়েছে মাসুম আজিজের।প্রথম টিভি নাটকে অভিনয় করেছেন ১৯৮৫ সালে।
মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে তিনি চার দশকের বেশি সময় ধরে নিয়মিত অভিনয় করছেন। দীর্ঘ অভিনয় জীবনে চার শতাধিক নাটকে কাজ করেছেন মাসুম আজিজ।
২০০৬ সালে ‘ঘানি’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। অভিনয়ে অবদানের জন্য চলতি বছরে একুশে পদক পান মাসুম আজিজ।
কে.আই/