মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৭


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:৩৬ পিএম, ১৭ই অক্টোবর ২০২২


মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৭
ফাইল ছবি

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 


গতকাল রবিবার (১৬ অক্টোবর) ভোর ৬টা থেকে আজ সোমবার (১৭ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।


এ সময় তাদের কাছ থেকে ছয় ১৭৬ পিস ইয়াবা, ৪৯ কেজি ৯০ গ্রাম গাঁজা, ১১৬.৫ গ্রাম হেরোইন, ৫ বোতল ফেনসিডিল ও ৭১ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।


পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা রুজু হয়েছে।

জেবি/ আরএইচ/