রাজধানীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৫৯ এএম, ১৮ই অক্টোবর ২০২২


রাজধানীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
ছবি: ইন্টারনেট

রাজধানীর ডেমরায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার দিবাগত রাত সোয়া ২টার দিকে ডেমরার পাইটি এলাকার রাস্তা থেকে ওই তরুণীকে উদ্ধার করে ডেমরা থানা পুলিশ। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।


ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক মোল্লা গণমাধ্যমকে জানান, ওই তরুণী মাদারীপুর থেকে গত কয়েক দিন আগে ভাইয়ের বাসায় বেড়াতে আসেন। রোববার বিকেলে চাচাতো দুলাভাই সেলিম তাকে ডেমরা কোনাপাড়া এলাকায় একটি মেলায় নিয়ে যায়। সেখানে সেলিমের এক বন্ধু আলম ছিল। মেলায় ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে একটি কোক খেতে দেয় ওই তরুণীকে। পরে তাকে একটি সিএনজিতে করে একটি কাঁশবনে নিয়ে ধর্ষণ করে তারা।


তিনি আরও জানান, ওই তরুণী জানিয়েছে চার থেকে পাঁচজন তাকে ধর্ষণ করেছে। পরে রাতে টহল পুলিশ তাকে রাস্তা থেকে উদ্ধার করে।


পুলিশের এই কর্মকর্তা জানান, তরুণীর কথাবার্তা অসংলগ্ন। স্বজনরা কেউ এখনো থানায় মামলা করেনি। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে। আসামি ধরতে মাঠে কাজ করছে পুলিশ।

জেবি/ আরএইচ/