ঢাকায় আসার অনুমতি পেলো না নোরা ফাতেহি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬:৫৯ পূর্বাহ্ন, ১৮ই অক্টোবর ২০২২
বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহির একটি পুরস্কার বিতরণী আয়োজনে অংশ নিতে আগামী নভেম্বরের মাঝামাঝি ঢাকায় আসার কথা ছিল। মরোক্কান বংশোদ্ভূত নোরা বর্তমান সময়ে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু সিনেমায় নজর কেড়েছেন। কেবল বড় পর্দায়ই নয়, ছোট পর্দা এবং মিউজিক ভিডিওতে সমান জনপ্রিয় নোরা। বিভিন্ন রিয়েলিটি শোতেও তার পারফরম্যান্স অসাধারন।
‘গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ডস-২০২২’ আগামী ১৮ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে নাচ পরিবেশনের কথা ছিল নোরার, বিষয়টি নিয়ে গতকাল রবিবার এক সংবাদ সম্মেলনও আয়োজন করেছিল আয়োজকেরা। মন্ত্রণালয়ের আদেশের বিষয়ে উইমেন লিডারশিপ করপোরেশনের প্রতিষ্ঠাতা মারিয়া মৃত্তিকা স্বর্ণা প্রথম আলোকে বলেন, তাঁরা এখনো সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পাননি। কিন্তু ডলারের সংকটের কারণে ভারতীয় এ নৃত্যশিল্পীকে ঢাকায় আনার অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। সোমবার (১৭ অক্টোবর) সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ খালেদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, নোরা ফতেহিকে ঢাকায় আসার অনুমতি দেওয়া হয়নি।
অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য নোরা ফতেহিকে ঢাকায় আনতে সংস্কৃতি মন্ত্রণালয়ে আবেদন করেছিল আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ করপোরেশন। তবে এই প্রজ্ঞাপনকে আমলে নিচ্ছেন না আয়োজকরা। তাদের পূর্ণ বিশ্বাস, অনুষ্ঠানটি হবে এবং সেখানে নোরা ফাতেহি পারফর্ম করবেন। সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় একটি গণমাধ্যমকে অনুষ্ঠানটির নির্বাহী সৈকত জোয়ারদার বলেন—‘আমাদের কাছে এখন পর্যন্ত নেতিবাচক কোনো নির্দেশনা আসেনি।’
তিনি আরো বলেন, ‘আসলে অনেক মানুষ চাচ্ছেন যে, নোরা ফাতেহি না আসুক। দিনশেষে তো আসবে, ভালোভাবে পারফর্ম হবে। এভরিথিং ইজ ওকে। মাঝখানে নেগেটিভ প্রচারণা করিয়ে আমাদের আরো উপকার করছেন তারা। সুতরাং আমরা এটা নিয়ে মোটেও চিন্তিত নই।’‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন নোরা। তেলেগু ভাষার ‘টেম্পার’, ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘কিক টু’, বলিউডের ‘সত্যমেভ জয়তে’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার গানে নেচে বিশেষ পরিচিত লাভ করেন তিনি।
শুধু বড় পর্দায়ই নয়, ছোট পর্দা এবং মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ বেশ কিছু রিয়েলিটি শোয়ে পারফরর্ম করেও নজর কাড়েন তিনি।
এইচআর/