ছেলের হাত ধরে কেক কাটব: পরীমণি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২:৪৬ পূর্বাহ্ন, ২০শে অক্টোবর ২০২২
বাকি আর মাত্র বেশ কয়েকদিন। আগামী ২৪ অক্টোবর ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় নায়িকা পরীমণির জন্মদিন। আর এই নায়িকার জন্মদিন মানেই বিশেষ চমক। এবারও তার ব্যতিক্রম হবে না।
পরীর এবারের জন্মদিন অনেকটা স্পেশাল। কারণ, এবারই প্রথম মা পরীর জন্মদিন। তাই ছেলের হাত ধরে কেক কাটবেন নায়িকা।
পরীমণি জানান, ভেবেছিলাম এবার জন্মদিন উদযাপন করব না। রাজ্যের বাবা তার সিনেমার প্রচারণায় ব্যস্ত। দুই মাস বয়সী ছেলেকে নিয়ে এতকিছু সামাল দেব কীভাবে! কিন্তু পরে ভাবলাম, জন্মদিন উদযাপন না করলে আমি কষ্ট পাব। নিজেকে কষ্ট দেওয়া যাবে না।
প্রতি বছর নানাকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কেটেছেন পরীমণি। কিন্তু এবার তার একটি পূর্ণ পরিবার রয়েছে। স্বামী-সন্তান নিয়ে এবারই প্রথম জন্মদিনের আয়োজন করতে যাচ্ছেন নায়িকা। তার ইচ্ছা, ছেলের হাতেই এবারের জন্মদিনের কেক কাটবেন।
জেবি/ আরএইচ/