কংগ্রেসের নেতৃত্বে মল্লিকার্জুন খাড়গে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪:৪২ পূর্বাহ্ন, ২০শে অক্টোবর ২০২২
ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের নতুন সভাপতি হয়েছেন মল্লিকার্জুন খাড়গে। প্রতিদ্বন্দ্বী শশী থারুরকে পরাজিত করে কংগ্রেস প্রধানের দায়িত্বভার পেলেন খাড়গে।
স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আজ বুধবার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হয় সভাপতি নির্বাচনের ভোট গণনা। দুপুরে দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে ফলাফল ঘোষণা করা হয়। মল্লিকার্জুন খাড়গে পেয়েছেন ৭ হাজার ৮৯৭ ভোট। প্রতিদ্বন্দ্বী শশী থারুরের প্রাপ্ত ভোট ১ হাজার ৭২।
সভাপতি নির্বাচনে গত সোমবার কংগ্রেসের অভ্যন্তরীণ ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ভোটদানে যোগ্য সাড়ে ৯ হাজারের বেশি নেতা তাদের রায় দিয়েছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
সূত্র: এনডিটিভি