ডেঙ্গু বিরোধী অভিযানে ২ লাখ টাকা অর্থদণ্ড
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:১১ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২২
রাজধানীর মিরপুরের পূর্ব মনিপুর এলাকার ডেঙ্গু বিরোধী অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় নির্মাণাধীন এক বাড়ির মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হয়ে ১১টায় শেষ হয় এ অভিযান।
ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. মো. জোবায়দুর রহমান বলেন, পূর্ব মনিপুর ডিএনসিসির ১৩ নম্বর ওয়ার্ড এলাকায় এয়ারলাইন্স বিল্ডার্স লিমিটেডের নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এজন্য দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজকে এ এলাকার অন্য কোথাও এডিস মশার লার্ভা পাওয়া যায়নি। এ বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।
জেবি/ আরএইচ/