‘শুক্রবার কাজে যোগ দেবেন রামেকের ইন্টার্নরা’


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৪:৩১ পূর্বাহ্ন, ২১শে অক্টোবর ২০২২


‘শুক্রবার কাজে যোগ দেবেন রামেকের ইন্টার্নরা’
ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত পযর্ন্ত চলবে। তবে শুক্রবার (২১ অক্টোবর) সকাল থেকে কাজে যোগ দেবেন তারা।


আজ বিকেল সাড়ে ৪টার দিকে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে সমঝোতা বৈঠক শেষে বেরিয়ে এসে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।


রামেক হাসপাতাল পরিচালক বলেন, ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। তারা শর্ত সাপেক্ষে পূর্ব ঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি থেকে সরে আসতে চেয়েছেন। তবে আজ রাতে নয় তারা আগামীকাল শুক্রবার সকাল থেকে কাজে যোগ দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আর এই সময় ইনডোরে চিকিৎসা না দিলেও বিশেষ ব্যবস্থায় হাসপাতালের জরুরি বিভাগ চালু রাখবেন বলে জানিয়েছেন।


তবে শনিবারের (২২ অক্টোবর) মধ্যে রামেক হাসপাতালে ভাঙচুর ও হামলা চালানো ব্যক্তিরা গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে জানিয়েছেন রামেক হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ইমরান হোসেন।


ধর্মঘটে থাকা ইন্টার্ন চিকিৎসকদের আরও দাবির মধ্যে তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও রয়েছে। 

জেবি/ আরএইচ/