কোন পথে শাকিব পুত্র জয়-বীরের ভবিষ্যৎ?


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১:৩৫ পূর্বাহ্ন, ২৩শে অক্টোবর ২০২২


কোন পথে শাকিব পুত্র জয়-বীরের ভবিষ্যৎ?
ছবি: সংগৃহীত

প্রতিকূল সময় পার করছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। বিয়ে-বাচ্চা, নতুন প্রেমের গুঞ্জন সব মিলিয়ে এক অস্বস্তিকর পরিস্থিতি যাচ্ছে তার। চাপ সামলে ওঠার জন্য দিলেন নতুন সিনেমার ঘোষণা। তারপরও থেমে নেই তাকে ঘিরে আলোচনা-সমালোচনা। এরমধ্যেই জানালেন সন্তানদের নিয়ে নিজের ভাবনার কথা।


সম্প্রতি এক সংবাদমাধ্যমের মুখোমুখি হন শাকিব। সেখানে তাকে প্রশ্ন করা হয় ছেলে জয় ও বীরকে নিয়ে। পুত্রদ্বয়ের ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন — তিনি বলেন, ‘দুজনই আমার আদরের সন্তান। আমি আমার দুই পুত্রকেই প্রকৃত অর্থে শিক্ষিত করে রেখে যেতে চাই। দুই সন্তানকেই সমান টেক কেয়ার করে যাব। তাদের জীবনে অপূর্ণতা বলে যেন কিছু না থাকে সে চেষ্টা করাই আমার প্রধান দায়িত্ব। ওরা শিক্ষিত ও বড় হয়ে নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নেবে। আমি তাদের প্রকৃত ও আদর্শ মানুষ হিসেবে দেখতে চাই।


তারকাদেরও ব্যক্তিগত জীবন থাকে। থাকে নিজস্ব কিছু চিন্তা ও পরিকল্পনা। মাঝে মধ্যে সেগুলো বুমেরাং হয়ে ধরা দেয় জানিয়ে ঢালিউড নাম্বার ওয়ানের ভাষ্য, ‘আমারও তো নিজস্ব কিছু চিন্তা ও পরিকল্পনা থাকতে পারে। সেই চিন্তা থেকে মনে হয়েছে এ বিষয়ে এখনই কিছু বলব না। সময় হলে ঘটা করে সবাইকে জানাব। কিন্তু আমাকে ভুল বুঝে সময়ের আগে ওরা সেই পরিকল্পনা নষ্ট করে দেয়। সাধারণ মানুষের কাছে এ কারণেই আমাকে সমস্যায় পড়তে হয়।

জেবি/ আরএইচ