‘বসন্ত বিকেল’দেখে কাঁদলেন দর্শক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১:৫৮ পূর্বাহ্ন, ২৩শে অক্টোবর ২০২২
ঢালিউডের চিত্রনায়ক শিপন মিত্র ও নবাগত চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ জুটির প্রথম সিনেমা ‘বসন্ত বিকেল’। সিনেমাহলে সাড়া ফেলেছে ‘বসন্ত বিকেল’। সিনেমা দেখে কাঁদলেন সাধারণ দর্শক। নায়ক নায়িকা ও পরিচালকের উচ্ছ্বাস।
এ ব্যাপারে চিত্রনায়িকা সুবাহ বলেন “এ ভালোবাসা জীবনের প্রথম নিঃস্বার্থ ভালোবাসা আর এ অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না ভালোবাসায় সিক্ত আমি। আমার বসন্ত বিকেলে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, এভাবে ভালোবাসা দিয়ে আমাকে বরণ করে নেওয়ার জন্য।”
নায়িকা হওয়া প্রসঙ্গে সুবাহর ভাষ্য, আমার ছোটবেলা থেকেই স্বপ্ন নায়িকা হওয়ার। কিন্তু তা বাস্তবে রূপ নিতে একটু দেরি হয়েছে। সবার কাছে এতো ভালবাসা পাবো ভাবতে পারি নাই। আমি নায়িকা হয়ে গিয়েছি।
‘বসন্ত বিকেল’ সিনেমায় চিত্রনায়ক শিপন মিত্র ও সুবহা ছাড়া আরও অভিনয় করেছেন ওমর সানী, শাহনূর, সুচরিতা, তানভীর তনু, শিবা সানু প্রমুখ। একটি বিশেষ চরিত্রে রয়েছেন খ্যাতিমান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। অতিথি চরিত্রে দেখা যাবে আমান রেজা ও তানহা তাসনিয়াকে।
আকাশ/