সংকটের অজুহাতে দাম বাড়াবেন না: ভোক্তা ডিজি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:১১ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২২
দেশে গ্যাস সংকটের প্রভাব পড়েছে চিনির রিফাইনারিগুলোতে। পাঁচটি রিফাইনারির উৎপাদন ২০-২৫ শতাংশ কমে গিয়েছিল। সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। আজ থেকে সব রিফাইনারিতে পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা হবে।
আগামী দু-তিনদিনের মধ্যে বাজারে আগের মতোই চিনির সরবরাহ থাকবে বলে জানিয়েছেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম শফিকুজ্জামান।
তিনি বলেন, তবে সরবরাহ কম হলেও দাম বাড়ার কথা না। সংকটের অজুহাতে দাম বাড়ানো যাবে না। কেন দাম বাড়ানো হলো তা নিয়ে আজ থেকে কঠোর অবস্থা থাকবে আমাদের টিম। চিনির সংকটও থাকবে না। যার যত চিনি লাগবে সরবরাহ করা হবে।’
আজ রোববার (২৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারের চিনির পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
কারওয়ান বাজারের ব্যবসায়ী চিনির ডিলার জাফর ইকবাল বলেন, ‘আমি ফ্রেশের প্যাকেটজাত চিনি বিক্রি করি। গত ১৯ তারিখে ২০০ বস্তারও বেশি চিনি কিনেছিলাম। মাত্র দেড় ঘণ্টায় সব বিক্রি হয়েছে। সেপ্টেম্বর মাসে মেঘনা গ্রুপের কাছে অর্ডার করেও এখনো চিনি পাইনি। আমরা কোম্পানি থেকে চিনি পাচ্ছি না। চিনির ব্যবস্থা করে দেন, আমরাও বাজারে সরবরাহ করবো।’
জবাবে ভোক্তার ডিজি শফিকুজ্জামান বলেন, ‘আপনারা চিনি পান না বা পাচ্ছেন, তাহলে আমাদের অভিযোগ কেন দিচ্ছেন না। আপনারা আজ আমাকে বলুন কোন কোন কোম্পানি আপনাদের চিনি সরবরাহ করছে না। আমি নিজ উদ্যোগে আজ থেকে ৫-১০ বস্তা করে সরবরাহ করবো। আজ থেকেই আপনাদের দেওয়া হবে, তবুও কেউ বেশি দামে বিক্রি করতে পারবেন না।’
এ ব্যবসায়ীর বক্তব্যের জবাবে ভোক্তার ডিজি বলেন, চিনি কিনবো অথচ আমাকে রশিদ দেবে না, এটা কি মানা যায়? এটা হতে পারে না। রশিদ অবশ্যই দিতে হবে। আর আমরা অভিযানের সময় আপনাদের মালের ক্রয় রশিদ না পেলে ধরে নেবো আপনি অনিয়মের সঙ্গে জড়িত। আপনাকে রশিদ দেখাতে হবে এবং বেশি দামে মাল বিক্রি করা যাবে না।
তিনি বলেন, খুচরাপর্যায়ে চিনি কেজিপ্রতি ৯০ টাকা ও প্যাকেটজাত চিনি ৯৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এটা সবার মতামত নিয়ে সমন্বয় করা হয়েছিল। কিন্তু বাজারে সংকট দেখা যাচ্ছে। গোয়েন্দা সংস্থা বাজারে আছে, বাজার মনিটরিং ও মিলে মনিটরিং করা হচ্ছে। আজ থেকে আমাদের অভিযান আরও কঠোর থেকে কঠোর হবে। আবার বড় বড় পাঁচ রিফাইনারি সঙ্গে কথা হয়েছে। তারা গ্যাস সংকটের কথা আমাদের জানিয়েছিল। আমরা সরকারের কাছে এ সংকটের কথা জানিয়েছি আজ থেকে এসব রিফাইনারিগুলোতে পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা হবে। এতে উৎপাদন আগের মতোই হবে।
ডিজি বলেন, দেশের সুগার মিলগুলোতে গতবছর ৩০ হাজার টন চিনির উৎপাদন হয়েছিল। এ বছর ২৪ হাজার টন উৎপাদন করেছে। দেশি চিনি বাজারে নেই বা আসেও না। যেগুলো দেশি বলে বিক্রি করা হচ্ছে, সেগুলো মূলত কেমিক্যাল মেশানো। যেখানে উৎপাদন নেই, সেই দেশি চিনি বাজারে আসার কথাও না। এমন চিনি আপনারা বাজারে রাখবেন না, ভোক্তারাও কিনবেন না।
শফিকুজ্জামান আরও বলেন, আমাদের চাহিদা ১৮ লাখ টন। সেখানে সব আমদানিনির্ভর। দেশি কারখানায় মাত্র ২৪ হাজার মেট্রিক টন উৎপাদন হয়েছে যেটা খুবই নগণ্য। এলসি মাধ্যমে র ম্যাটারিয়াল আছে, এটা রিফাইন করা যাচ্ছে না। আমরা সেখানে উৎপাদনটা ঠিক রাখতে পারলে সমস্যা থাকবে না। আজ থেকে গ্যাসের সংকট থাকবে না।
অধিদপ্তরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, চিনির দাম বাড়ার কারণে আমরা এরইমধ্যে অভিযান জোরদার করেছি। রোববার সকালে বৈঠক করেছি, অভিযান জোরদার করার কথা বলা হয়েছে। ক্রয়ের রশিদ থাকতে হবে কত দামে কিনছেন আর কত দামে বিক্রি করছেন। পাকা রশিদ যদি রাখেন তাহলে দাম কে বাড়ালো সেটা বোঝা যাবে। আমরা মিলগুলোতেও অভিযানে যাচ্ছি।
জেবি/ আরএইচ/