নেগেটিভ রক্তের তীব্র সংকট, দাতাদের বার্ন ইনস্টিটিউটে আসার অনুরোধ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৫


নেগেটিভ রক্তের তীব্র সংকট, দাতাদের বার্ন ইনস্টিটিউটে আসার অনুরোধ
সংগৃহীত ছবি।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শতাধিক রোগীর চিকিৎসায় রক্তের ভয়াবহ সংকট দেখা দিয়েছে।


সোমবার (২১ জুলাই) জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, হাসপাতালে ভর্তি হওয়া গুরুতর দগ্ধ রোগীদের বাঁচাতে প্রতিনিয়ত বিপুল পরিমাণ রক্ত প্রয়োজন হচ্ছে। বিশেষ করে বি নেগেটিভ, ও নেগেটিভ, এবি নেগেটিভ এবং এ নেগেটিভ রক্তগ্রুপে তীব্র ঘাটতি দেখা দিয়েছে।


হাসপাতালের এক আনসার সদস্য বলেন,‘আহতদের রক্ত দিতে অনেকেই আসছেন, কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন নেগেটিভ গ্রুপের রক্ত। আমরা মাইকে বারবার ঘোষণা দিয়ে সবাইকে অনুরোধ করছি।’


রোগীদের জন্য হাসপাতালের আনসার সদস্যরা মাইকে বারবার ঘোষণা দিয়ে নেগেটিভ গ্রুপের ডোনারদের অষ্টম তলায় বার্ন ইউনিটে যাওয়ার অনুরোধ জানাচ্ছেন।


এক রক্তদাতা নিক্সন জানান, তিনি বি পজিটিভ রক্ত দিতে গিয়ে দেখেছেন নেগেটিভ গ্রুপের রক্তের মারাত্মক ঘাটতি রয়েছে।


এক চিকিৎসক বলেন, অনেক দগ্ধ নারী, শিশু ও শিক্ষার্থীদের বারবার রক্ত দিতে হচ্ছে। অথচ আমাদের ব্লাড ব্যাংকে নেগেটিভ রক্ত প্রায় শেষ।


দগ্ধদের স্বজনরাও রক্ত দিতে ভিড় করছেন, তবে গ্রুপ না মেলার কারণে অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। একজন স্বজন বলেন, আমার রক্ত মিলে না, কিন্তু সবাইকে অনুরোধ করছি যাদের নেগেটিভ গ্রুপ, তারা দয়া করে এগিয়ে আসুন।



জাতীয় বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ সকল সামাজিক সংগঠন, রক্তদাতা সংগঠন ও স্বেচ্ছাসেবীদের দ্রুত রক্তদানে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে।


রক্ত দিতে ইচ্ছুকরা সরাসরি বার্ন ইনস্টিটিউটের ৮ম তলায় যোগাযোগ করতে পারেন অথবা হেল্প ডেস্কে নাম লেখাতে পারেন।



এসডি/