আরও কিছু হৃদয়বিদারক খবর শুনতে হতে পারে আমাদের: আইন উপদেষ্টা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:১৮ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৫


আরও কিছু হৃদয়বিদারক খবর শুনতে হতে পারে আমাদের: আইন উপদেষ্টা
ছবি: সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় এখনো পর্যন্ত ১৬৪ জন দগ্ধ রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ন্যাশনাল বার্ন ইউনিটের অবস্থা ভালো নয় জানিয়ে সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন,  ডাক্তাররা প্রাণান্তকর চেষ্টা করছেন। তবু হয়তো আরও কিছু হৃদয়বিদারক খবর শুনতে হতে পারে আমাদের। আল্লাহ্ ভরসা।


সোমবার (২১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ কথা লেখেন আইন উপদেষ্টা। 

  

উৎসুক জনতাকে হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়ে পোস্ট আসিফ নজরুল লেখেন, আপনারা হাসপাতালে অযথা ভিড় করবেন না। এতে দগ্ধ শিশুদের ঝুঁকি আরও বেড়ে যাবে। নিহত ও আহত শিশুদের ছবি বা ভিডিও আপলোড করা থেকে বিরত থাকুন। শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও শিক্ষকদের জন্য জুলুম হয় তাতে। 


আরও পড়ুন: উত্তরায় বিমান বিধ্বস্ত : বার্ন ইনস্টিটিউটে রক্ত দিতে মানুষের ঢল


রক্তদাতাদের উদ্দেশে তিনি আরও লেখেন, যারা রক্ত দিতে চান, তারা আগামীকাল ন্যাশনাল বার্ন ইউনিট, ঢাকা মেডিক্যাল কলেজ এবং সিএমএইচ-এ যোগাযোগ করবেন অনুগ্রহ করে। সবাই দোয়া করবেন। আল্লাহ্র দয়া ছাড়া আর কিছুই বেশি মূল্যবান নয়।


এর আগে, দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-৭ বিজিআই(৭০১) মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। বিমানে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির।


আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই(৭০১) প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। এর ১২ মিনিটের মাথায় ১টা ১৮ মিনিটে উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়।


আরও পড়ুন: দগ্ধদের সিএমএইচে চিকিৎসার সর্বশেষ আপডেট জানালো সেনাবাহিনী


জানা গেছে, দুর্ঘটনার পর ইতোমধ্যে অন্তত শতাধিক শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে ১৬৪ জনকে উদ্ধার করে ইতোমধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেয়া হয়েছে। এ ছাড়া আহতদের মধ্যে শিশুও রয়েছে।


এমএল/