মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১১:৩০ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২২


মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যুর ঘটনায় হাসপাতালে অবহেলা, ছাত্রদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলা ও মামলার প্রতিবাদে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন রাবির সাধারণ শিক্ষার্থীরা। 


আজ রোববার (২৩ অক্টোবর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে শিক্ষার্থী বলেন, চিকিৎসা অবহেলায় হাসপাতালে শাহরিয়ারের মৃত্যু হয়েছে। প্রতিবাদ করায় শিক্ষার্থীদের ওপর ইন্টার্ন চিকিৎসকেরা হামলা করেছে, আবার মামলাও করেছে। এসব মেনে নেওয়া যায় না।


তারা বলেন, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে হবে। সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। এ সময় তারা রাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবি পেশ করেন।

জেবি/ আরএইচ/