ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি হলেন নুরুল ইসলাম


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২৪শে অক্টোবর ২০২২


ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি হলেন নুরুল ইসলাম
ফাইল ছবি

ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি পদে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার সৈয়দ নুরুল ইসলাম।


আজ রোববার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।


এদিকে গত ১০ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে ঢাকা রেঞ্জের ডিআইজির পদটি শূন্য হলে এ গুরুত্বপূর্ণ পদটিতে কে আসছেন তা নিয়ে আলোচনা শুরু হয়।

জেবি/ আরএইচ/