ফুলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে আহত: ২০


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:৪৬ পূর্বাহ্ন, ২৫শে অক্টোবর ২০২২


ফুলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে আহত: ২০
ছবি: জনবাণী

ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ২০ জন আহত হয়েছেন। 


সোমবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-শেরপুর মহাসড়কের মোকামিয়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।


জানা যায়, শেরপুর থেকে ঢাকাগামী হাওলাদার ট্রাভেলস্ নামের যাত্রীবাহী বাস ফুলপুর উপজেলার মোকামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে মাঠখলা বাড়ির সামনে একটি বাকে আসা মাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। 


এতে বাসে থাকা নালিতাবাড়ীর প্রান্ত (২০), সিরাজ উদ্দিন (৫০), নাজনীন (২৫), মানিক (৩৬), জুয়েল (৩৮), নকলার রিপন (৩৪), আব্দুর রহিম (৫০), ঝিনাইগাতির মোজাম্মেল (৭০) ও আবু বকর সিদ্দিক (৮০)সহ  ২০ জন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।  


ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এসআই কবিরের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।


আরএক্স/