প্রবীর মিত্রের মৃত্যুর গুজবে ক্ষুদ্ধ পরিবার


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০:২৭ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২২


প্রবীর মিত্রের মৃত্যুর গুজবে ক্ষুদ্ধ পরিবার
ফাইল ছবি

নানা অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে অভিনয়ের বাইরে আছেন অভিনেতা প্রবীর মিত্র। এই কারণে বাসাতেই থাকেন এই গুণী অভিনেতা। 


এদিকে গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এই বিষয়ে খোঁজ নিতে গেলে জানা যায় খবরটি সত্য নয়। পুরোটাই গুজব।


বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ও মর্মাহত প্রবীর মিত্র এবং তার পরিবারের সদস্যরা। এ বিষয়ে কোনো গুজব না ছড়ানোর অনুরোধ করেন তারা। অভিনেতার পুত্রবধূ সোনিয়া ইয়াসমিন সংবাদমাধ্যমকে বলেন, ‘মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব। তিনি ভালো আছেন। এই মুহুর্তে তিনি বাসাতেই আছেন।’ 


এ ব্যাপারে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এই অভিনেতার ছেলে মিঠুন মিত্র। তিনি জানান, ‘বাবার শারীরিক অবস্থা বেশি একটা ভালো নয়, এটা ঠিক। কিন্তু তিনি স্বাভাবিক আছেন। আর মৃত্যুর গুজব কয়েক বছর ধরেই বছরে দুয়েকবার শোনা যায়। এটা নিয়ে আমরা খুবই বিরক্ত।’

জেবি/ আরএইচ/