সাংবাদিককে হুমকি, হিরো আলমকে থানায় তলব
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৭:০৩ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২২
এবার সাংবাদিককে হুমকি দিয়ে বিপাকে পড়েছেন হিরো আলম। তাকে নন্দীগ্রাম থানায় তলব করা হলে তিনি হাজির হন। পুলিশ জানায়, একটি সাধারণ ডায়েরির (জিডি) পরিপ্রেক্ষিতে তদন্তের স্বার্থে তাকে থানায় তলব করা হয়।
জানা গেছে, সংবাদ প্রকাশের জের ধরে নন্দীগ্রামের স্থানীয় এমদাদুল হক নামে এক সাংবাদিককে হুমকির ঘটনা তদন্তে আজ বুধবার বিকেলে থানায় হাজির হন হিরো আলম। থানায় উপস্থিত হয়ে সাংবাদিকের মিমাংসার প্রস্তাব দেন হিরো আলম।
থানার ওসি মো. আনোয়ার তাকে বলেন, ‘জিডি আদালতে পাঠানো হয়েছে। তদন্তের জন্য আপনাকে থানায় ডাকা হয়েছে, মিমাংসার জন্য নয়।’
এদিকে থানায় এসে হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘সাংবাদিকেরা যা ইচ্ছে তাই করবে নাকি? আমার মন্তব্য না নিয়েই সংবাদ প্রকাশ করেছে। বকাবকি করে কি অন্যায় করেছি? আমার ফোন নম্বর ফেসবুকে দিয়ে সাংবাদিকেরা কি অপরাধ করেনি?’
জিডির তদন্তকারী কর্মকর্তা এটিএম রফিকুল ইসলাম বলেন, ‘মিমাংসা করতে নয়, সাংবাদিকের জিডির বিষয়ে তদন্তে হিরো আলমকে থানায় ডাকা হয়।’
জিডির বাদী সাংবাদিক এমদাদুল হক বলেন, ‘আমি জিডি করেছি, যা হবার আদালতে হবে।’
জেবি/ আরএইচ/