মেয়েকে হত্যার পর থানায় মায়ের আত্মসমর্পণ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:২৯ এএম, ২৮শে অক্টোবর ২০২২

চার বছর বয়সী শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন মৌমিতা পাল (৩০) নামে এক নারী। ঘটনাটি ঘটেছে জয়পুরহাট পৌরশহরে।
আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে জয়পুরহাট পৌরশহরের বারিধারা মহল্লায় একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।
এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। নিহত শিশুটির নাম কণিকা।
জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, স্ত্রী মৌমিতা পালের সাথে স্বামী নয়ন কুমার পালের পারিবারিক কলহ লেগেই ছিল। এ ছাড়া পরিবারের পক্ষ থেকে তাকে মানসিক রোগীও বলা হচ্ছে। সবকিছু মিলিয়ে ওই শিশুকে কী কারণে তার মা হত্যা করেছেন তা জানার চেষ্টা অব্যাহত রয়েছে। সন্তান হত্যার দায়ে মৌমিতা পালকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান ওসি।
জেবি/ আরএইচ/