চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলো হাওয়া

কলকাতায় দর্শকের কাছ থেকে এমন সাড়া পেয়ে আপ্লুত চঞ্চল


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০:০৪ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২২


কলকাতায় দর্শকের কাছ থেকে এমন সাড়া পেয়ে আপ্লুত  চঞ্চল
ছবি: সংগৃহীত

এবার কলকাতায় চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলো বহুল আলোচিত ছবি ‘হাওয়া’। 


চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের প্রথম দিন, শনিবার, (২৯ অক্টোবর) ‘হাওয়া’র দু’টি শো। দুপুরের শোয়ের জন্য লাইন পড়েছিল বেলা ১১টা থেকে। সন্ধ্যা ৬টার শো-এ এমন ভিড় হল যে, নন্দনের মূল গেট বন্ধ করে দিতে হল। ওটিটি প্ল্যাটফর্মের দৌলতে চঞ্চল চৌধুরীকে এখন ভালই চেনেন ওখানকার দর্শক। 


দমকা ‘হাওয়া’ ঝড় তুলেছিল বাংলাদেশে। চঞ্চল চৌধুরী অভিনীত, মেজবাউর রহমান সুমনের পরিচালিত এই ছবি চলতি বছরের জুলাই মাসের শেষে মুক্তি পেয়েছিল বাংলাদেশে। বক্স অফিসে বিপুল সাফল্য পাওয়ার পাশাপাশি ভাইরাল হয়ে গিয়েছিল ছবির একটি গানও (‘সাদা সাদা কালা কালা...’)। সেই গান লোকের ফোনে ফোনে ঘুরে পৌঁছে গিয়েছিল ও পার বাংলার দর্শকের হোয়াটসঅ্যাপ-ইনস্টা-রিলেও। তাই সেই ছবি দেখার সুযোগ পেলে যে শহরবাসী ছাড়বেন না, তা তো জানা কথা।


দুপুরের শো দেখতে হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। ছবি শেষে মঞ্চে উঠে প্রশংসায় ভরিয়ে দিলেন উপস্থিত চঞ্চল চৌধুরীকে। চঞ্চলও এ পার বাংলার দর্শকের কাছ থেকে এমন সাড়া পেয়ে আপ্লুত।


আরএক্স/